Site icon Jamuna Television

সশস্ত্রবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্রবাহিনীর সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সেনামালঞ্চে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ।

ইফতার অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সশস্ত্রবাহিনী আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিদেশি কুটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Exit mobile version