Site icon Jamuna Television

পাবনায় পাটক্ষেত থেকে ১ জনের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি পাটক্ষেত থেকে আলম বিশ্বাস নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার (১৩ জুলাই) সকালে আলম বিশ্বাস কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে কয়রাবাড়ি গ্রামের একটি পটক্ষেতে স্থানীয়রা একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে স্বজনদের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ এনএসআই কর্মকর্তা ও তার ভায়রার মেয়ে, উদ্ধার ৩

পুলিশ আরও জানায়, মরদেহের পাশে বেশ কিছু ট্যাবলেট পড়ে ছিল। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত আলম বিশ্বাস কয়রাবাড়ি গ্রামের মৃত জফের বিশ্বাসের ছেলে।

জেডআই/

Exit mobile version