Site icon Jamuna Television

টাঙ্গাইলে বিলের পানিতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের বাসাইলে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাসাইল থানার এসআই হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশটিতে পঁচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে নবজাতক শিশুটিকে নদীতে ফেলে দেয়া হয়। পরে লাঙ্গুলিয়া নদীর পানির স্রোতের সঙ্গে লাশটি ভেসে এখানে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিয়ের প্রলোভনে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণ, প্রেমিকের মা গ্রেফতার

জেডআই/

Exit mobile version