Site icon Jamuna Television

নিখোঁজের দুই দিন পর সেচ ক্যানেল থেকে উদ্ধার সাড়ে তিন বছরের শিশুর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর সামিউল ইসলাম নামে সাড়ে তিন বছরের এক শিশুর লাশ মিলেছে করতোয়া সেচ ক্যানেলে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বুধবার (১৩ জুলাই) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পরিবার এবং প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, বুধবার সকাল ১০ টার দিকে আমরা খবর পাই, রামনাথপুর ইউনিয়নের উত্তর রামনাথপুর শেখপাড়া গ্রামের করতোয়া ক্যানেলে একটি শিশুর লাশ ভাসছে। তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশের একটি টিম গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে শেখপাড়া গ্রামের মো. নুরুজ্জামান মিয়া সামিউল ইসলামকে তার নিজের পুত্র হিসেবে শনাক্ত করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, লাশ উদ্ধারের পর আমরা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আর বাড়ি ফেরেনি সামিউল। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় ওই দিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন পিতা নুরুজ্জামান খান।

/এডব্লিউ

Exit mobile version