Site icon Jamuna Television

টস জিতে বাংলাদেশের ফিল্ডিং, তাসকিনের জায়গায় মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগারদের একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেজ হোসেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ একাদশে থাকছে দুটি পরিবর্তন। দলে এসেছেন আলজারি জোসেফ ও কিমো পল। আর দলের বাইরে চলে গেছেন সিলস ও ফিলিপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক) শাই হোপ, রভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, আকিল হোসেন।

আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে টানা ১০ম ওয়ানডে জয়ের লক্ষ্য বাংলাদেশের

/এম ই

Exit mobile version