Site icon Jamuna Television

ইউক্রেনের শস্য রফতানি চালুর বিষয়ে চারপক্ষীয় বৈঠক আজ

ইউক্রেনের শস্য রফতানি চালুর সুযোগ তৈরিতে চারপক্ষীয় বৈঠক আজ। বুধবার (১৩ জুলাই) ইস্তাম্বুলে তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিরা।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় নিশ্চিত করে বৈঠকের তথ্য। তারা জানায়, কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের শস্য রফতানির বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে রফতানিকারক জাহাজের নিরাপত্তা নিয়েও।

বিশ্বব্যাপী খাদ্যশস্য রফতানিতে অন্যতম প্রধান দেশ ইউক্রেন। রুশ বাহিনী বন্দর অবরুদ্ধ করে রাখায় দেশের বাইরে পাঠানো যাচ্ছে না খাদ্যপণ্য। এতে বিশ্বব্যাপী তৈরি হয়েছে চরম খাদ্যসঙ্কট। বেড়েছে দাম। তবে শুরু থেকেই রফতানিতে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

/এডব্লিউ

Exit mobile version