Site icon Jamuna Television

বিয়ের দাওয়াত দিতে গিয়ে নৌকাডুবি, ৪ নারীর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ৪ নারী। বুধবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে ঝড়বৃষ্টিতে নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম, শরাফত উল্লার স্ত্রী নেদি বেগম, তমির উদ্দিনের স্ত্রী আয়াতুন্নেছা ও রওশন উল্লার স্ত্রী হুরবানু। নিহতদের মধ্যে আয়াতুন্নেছা ও হুরবানু সহোদর দুই ভাইয়ের স্ত্রী।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে তৃণা বেগমের বিয়ে ঠিক হয় আগামী শুক্রবার। বিয়ে উপলক্ষে স্বজনদের দাওয়াত দিতে বুধবার দুপুরে ছোট ইঞ্জিনচালিত নৌকাযোগে ৬ জনসহ বাহুবল উপজেলার স্নানঘাট যান আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে পৌঁছলে ঝড়বৃষ্টিতে নৌকা উল্টে যায়। এতে মাঝিসহ ৪ জন সাঁতরে তীরে উঠলেও নারীরা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।

ইউএইচ/

Exit mobile version