Site icon Jamuna Television

পঞ্চম টায়ারে খেলা দলের সাথে বার্সেলোনার ড্র

ছবি: সংগৃহীত

কাতালান অঙ্গরাজ্যের আরেক ক্লাব ওলটোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের প্রাক মৌসুম শুরু করলো জায়ান্ট বার্সেলোনা। তবে শুরুটা সুখকর হয়নি জাভির শিষ্যদের। স্প্যানিশ লিগের পঞ্চম টায়ারে খেলা এই ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে বল পজিশন ও আক্রমণের সংখ্যায় এগিয়ে থাকা বার্সা প্রথম লিড পায়। ২৮ মিনিটে গোলরক্ষক টের স্টেগেনের কাছ থেকে বলে পেয়ে দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন সাবেক আর্সেনাল তারকা অবামেয়াং।

আরও পড়ুন: ১৪ জুলাই: টিভিতে আজকের খেলা সূচি

কিন্তু এরপর আর গোলে পাচ্ছিলো না জাভির দল। উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে বাসে বার্সা। স্পট কিক থেকে পেলেই আমাগাতের গোলে সমতায় ফেরে স্পেনের পঞ্চম টায়ারে খেলা ক্লাব ওলটো। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে না পারায় ১-১ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ।

জেডআই/

Exit mobile version