Site icon Jamuna Television

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রিপন আলী গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের হকজেল আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। রিপন একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী বিশ্বাস বলেন, রিপন হোসেন মোটরসাইকেলযোগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে যাওয়ার পথে আকুবপুর বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বিয়ের দাওয়াত দিতে গিয়ে নৌকাডুবি, ৪ নারীর মৃত্যু
ইউএইচ/

Exit mobile version