Site icon Jamuna Television

উত্তাল সমুদ্রের ধারে তুলছিলেন ছবি, ভাসিয়ে নিয়ে গেল বিশাল ঢেউ! (ভিডিও)

ছবি: সংগৃহীত

বিপদ আছে জেনেও অনেকে ছবি তোলার নেশায় জীবনের ঝুঁকি নিয়ে ফেলেন। সেলফি তুলতে গিয়ে অনেক প্রাণ চলে গিয়েছে, এমন ভূরি ভূরি উদাহরণ রয়েছে। কিন্তু তারপরও হুঁশ ফেরে না। ‘লাইক’ আর ‘ভিউ’ পাওয়ার নেশায় জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেন অনেকে।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের বিশাল বড় ঢেউ পাথুরে পাড়ের ওপর আছড়ে পড়ছে। উত্তাল সমুদ্রের ধারে পিচ্ছিল পাথুরে পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের সেই ঢেউ উপভোগ করতে ব্যস্ত ছিলেন একদল পর্যটক। কেউ আছড়ে পড়া ঢেউয়ে নিজেদের ভিজিয়ে নিচ্ছেন, কেউ আবার সমুদ্রের বিশাল ঢেউকে ছবির ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে সেই দৃশ্য ক্যামেরাবন্দিতে ব্যস্ত ছিলেন। কেউ আবার সেলফিতে ব্যস্ত।

এ সময় হঠাৎ বিশাল একটি ঢেউ আছড়ে পড়তেই পাথরের ওপর ছিটকে পড়লেন কয়েকজন। আছড়ে পড়ার সেই পানি যখন গড়িয়ে ফের সমুদ্রে পড়ছিল, সেই পানিতেই ভেসে গেলেন দুই পর্যটক। সাদা ফেনায় মিলিয়ে গেলেন দু’জনই।

ইউএইচ/

Exit mobile version