Site icon Jamuna Television

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণ করা হলো সৌদির মক্কায়

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ করা হলো সৌদি আরবের মক্কায়। বুধবার রাতে কাবা শরীফের কাছেই একটি হোটেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দোয়া-মাহফিল।

মুফতি ইয়াকুবের সঞ্চালনা এবং মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে হয় এ আয়োজন। দোয়া মাহফিলে বক্তব্য দেন, নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালিসহ অন্যান্যরা।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের কথা স্মরণ করেন। বলেন, তিনি আমৃত্যু কাজ করে গেছেন মানুষের কল্যাণে। গড়েছেন লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ।

জীবিকার ব্যবস্থা করে দেয়া উত্তম ইবাদত উল্লেখ করে তারা বলেন, নুরুল ইসলাম জীবনের শেষদিন পর্যন্ত গরীব-দুঃখী-মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। সে কারণেই দেশের মানুষ তাকে মনে রাখবে।

আলোচনা সভা শেষে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা, তার পরিবারের সদস্যদের সুস্থতা এবং যমুনা গ্রুপের উন্নতি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইউএইচ/

Exit mobile version