Site icon Jamuna Television

এখন থেকে কার্ডে দেয়া যাবে ভিসা ফি

এখন থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিভিন্ন দূতাবাসের ভিসা প্রসেসিং ফি দিতে পারবেন এজেন্টরা। এর ফলে আবেদনকারীর কাছ থেকে ফি বাবদ নেওয়া অর্থ সংশ্লিষ্ট দূতাবাস বা তাদের দেশে পাঠাতে ব্যাংকের পাশাপাশি কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যাবে। বুধবার (১৩ জুলাই) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা মেনে দূতাবাসের অনুমোদিত ভিসা প্রসেসিং এজেন্টের নামে আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে ব্যাংক। ভিসার আবেদনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে আবেদনকারীর কাছ থেকে অর্থ নেন দূতাবাসের এজেন্ট। সেই অর্থ প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংকের মাধ্যমে দূতাবাসের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হয়।

নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব ক্ষেত্রেই ব্যাংকিং নিয়ম মেনে চলতে হবে। অর্থ পরিশোধের বেলায় প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের কাছে জমা দিতে হবে।

/এডব্লিউ

Exit mobile version