Site icon Jamuna Television

ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ: বাইডেন

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (১৩ জুলাই) বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে বাইডেন স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসের তালিকা থেকে ইরানের রেভল্যুশনারি গার্ড- আইআরজিসিকে বাদ দেয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল গেছেন জো বাইডেন। বুধবার তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা দেয় ইসরায়েল।

ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবু দেশটিকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন।

উল্লেখ্য, এশিয়া সফরের প্রথম দু’দিন বাইডেন ইসরায়েলে কাটাবেন। সেখানে দখলদার ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ফিলিস্তিন স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version