Site icon Jamuna Television

নাটোরে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির গঙ্গা কাছিম উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর একটার দিকে চলনবিলের ডাহিয়া এলাকা থেকে বিরল প্রজাতির এই কাছিমটি উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুরে চলনবিলের ডাহিয়া এলাকার একটি মাছ ধরার ফাঁদে ২০ কেজি ওজনের কাছিমটি আটকে যায়। পরে স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম কাছিমটি নিয়ে এসে সুবেন কর্মকার নামে একজনের কাছে বিশ হাজার টাকায় বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার স্থানীয় পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, ইউপি সদস্য রুবেল হোসাইনসহ এলাকাবাসী ডাহিয়া এলাকা থেকে কাছিমটিকে উদ্ধার করে।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম কাছিমটির ছবি দেখে বলেন, এটি একটি বিরল প্রজাতির গঙ্গা কাছিম। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটিকে সংরক্ষণ করা খুবই দরকার। এমন প্রজাতি হারিয়ে গেলে ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হবে। কাছিমটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরামর্শ দেয়া হয়েছে।

/এনএএস

Exit mobile version