Site icon Jamuna Television

আত্মহত্যার আলামত পাওয়া গেছে সাংবাদিক সোহানা তুলির মরদেহে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সাংবাদিক সোহানা তুলির মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। চিকিৎসক ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মহত্যার আলামত পাওয়া গেছে তার শরীরে।

বুধবার (১৩ জুলাই) রায়ের বাজারে সাংবাদিক তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পরিবারের ধারণা, হতাশা থেকে এটা হতে পারে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত হয়। মৃত্যুর ঘটনায় হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবার কোনো অভিযোগ করেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সোহানা তুলি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের মে পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। সোহানা তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

/এডব্লিউ

Exit mobile version