Site icon Jamuna Television

নরসিংদীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর পলাশে মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রতন মিয়া (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে পলাশ উপজেলার জিনারদীর সাতরেকিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, সকালে অটোরিকশা চালক রতন মিয়া চামড়াবো বাজার থেকে যাত্রী নিয়ে সাতরেকিয়া বাজারে যাচ্ছিল। এ সময় বাজারের পাশে সড়কের অপর পাশ দিয়ে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version