Site icon Jamuna Television

ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের তিনজন আটক

প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের নারীসদস্যসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি মিরপুর বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আজিজুল হাসান, বিউটি আক্তার ও কবির উদ্দিন নামের তিনজন আটক করে।

ডিবি কর্মকর্তারা জানান, আটককৃতরা আমেরিকার বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফক্স বাংলাদেশ প্রকল্প ও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নামে প্রায় সাড়ে ছয় হাজার পদের বিপরীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ জুন। প্রতিটি পদের জন্য দেড়শ থেকে পাঁচশো টাকা পে অর্ডারের মাধ্যমে টাকা জমা দিতে বলা হয়। এ বাবদ তারা অন্তত উনিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে চাকরিপ্রার্থীদের কাছ থেকে।

পরে গোয়েন্দাদের অনুসন্ধানে জানা যায়, এই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বাংলাদেশে। কর্মকর্তারা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে নানাভাবে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

/এডব্লিউ

Exit mobile version