Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে ঢাকায় এসেছেন স্টুয়ার্ট ল

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দ্বায়িত্ব বুঝে নিতে ঢাকায় এসে পৌঁছেছেন কোচ স্টুয়ার্ট ল। শনিবার (১৬ জুলাই) আসবেন ব্যাটিং পরামর্শকের দ্বায়িত্ব পাওয়া সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।

বাংলাদেশে কোচিংয়ের অভিজ্ঞতা এই প্রথম নয় স্টুয়ার্ট ল’র জন্য। এর আগে ২০১২ সালে জাতীয় দলের দ্বায়িত্ব সামলেছেন তিনি। ৯ মাসের দ্বায়িত্বে বাংলাদেশকে তুলেছিলেন এশিয়া কাপের ফাইনালে। এরপর ২০১৬ সালে ফেরেন অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে।

অন্যদিকে দ্বিতীয় মেয়াদে ব্যাটিং পরামর্শকের দ্বায়িত্ব নিয়ে আসছেন ওয়াসিম জাফর। এর আগে ২০১৯ সালে স্বল্প মেয়াদে কাজ করেছেন বিসিবির সাথে। এরপর কোচিং করিয়েছেন ভারতের উত্তরাখন্ড ও ওডিশার হয়ে। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন আইপিএলের দল পাঞ্জাব কিংসে।

/এনএএস

Exit mobile version