Site icon Jamuna Television

এ রকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না: অনন্ত জলিলকে পরীমণি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে সবথেকে বেশি আলোচনায় আছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত দিন: দ্য ডে এবং শরিফুল রাজ অভিনীত পরান। এই দুই সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই জমে উঠেছে কথার লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বেশ জমে উঠেছে এই দুই সিনেমার দর্শকপ্রিয়তা নিয়ে লড়াই।

এরইমধ্যে বৃহস্পতিবার (১৪ জুলাই) পরানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শরিফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি নিজের ফেসবুকে একটি স্ক্রিন শট শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অনন্ত জলিলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি সংবাদের শিরোনাম। সংবাদের শিরোনামটি হলো, ‘হলে পরানের দর্শক নাই, সোস্যাল মিডিয়াতে ফাঁকা আওয়াজ’।

পরীমণির শেয়ার করা ছবি।

স্ক্রিন শটটি পরীমণি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘Lame! আপনার থেকে এ রকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে দিন: দ্যা ডে দেখবো নিশ্চয়। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।

/এনএএস

Exit mobile version