Site icon Jamuna Television

স্কুলে বিশ্রাম নিচ্ছিল শিক্ষার্থীরা, হঠাৎ ভূমিধসে ৩ জনের মৃত্যু

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার একটি স্কুলে ভূমিধসে মৃত্যু হয়েছে তিন শিশুর। বৃহস্পতিবার (১৪ জুলাই) তাপার্তোর পাহাড়ি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ফলে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ওয়াশিংটন পোস্টের।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, দুর্ঘটনার সময় স্কুলের ক্যাফেটেরিয়ায় বিশ্রাম নিচ্ছিল শিক্ষার্থীরা। ভূমিধসের শব্দে সবাই দ্রুত বের হয়ে যায় স্কুল ভবন থেকে। বেশিরভাগ শিশু অক্ষত অবস্থায় বের হতে পারলেও ছয় বছরের কম বয়সী তিন শিশু মারা যায় ঘটনাস্থলেই। দুই শিশুকে উদ্ধার করা হয় ভবনের ধ্বংসস্তুপ খুঁড়ে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডেলিনের শহরতলীতে আরেকটি ভূমিধসে একইদিনে আরও দুই নাগরিক নিহত হয়।

এটিএম/

Exit mobile version