Site icon Jamuna Television

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর কৌশল জানেন ব্রাজিল প্রেসিডেন্ট, শোনাবেন জেলেনস্কিকে

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামানোর কৌশল জানেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ভোলদেমির জেলেনস্কিকে তিনি এসব সমাধান জানাবেন। প্রেসিডেন্ট বলসোনারো বৃহস্পতিবার (১৪ জুলাই) এ কথা বলেন। খবর রয়টার্সের।

আগামী ১৮ জুলাই জেলেনস্কির সাথে তার ফোনালাপের কথা রয়েছে। রাশিয়া-ইউক্রেন সঙ্কটে নিরপেক্ষ অবস্থানে রয়েছে ব্রাজিল। রাশিয়ার সাথে সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে স্বাভাবিক।

বলসেনারোর ভাষ্য, আমি ভোলদেমির জেলেনস্কিকে আমার ভাবনা জানাবো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সমস্যার সমাধান কীভাবে করা যায়, সেটি আমার জানা আছে। কিন্তু বিষয়টি আমি কাউকে বলিনি। কিছু ধারণা আমি তোমাকে দিতে পারি। ১৯৮২ সালে যেভাবে যুক্তরাজ্য-আর্জেন্টিনা যুদ্ধ হয়েছিল, এই ব্যপারটিও তেমন। ইউক্রেনে এখন যা ঘটছে, তাতে আমরা দুঃখিত। বাস্তবতা এবং সত্য সবসময়ই কষ্টকর। তোমাকে বিষয়টি বুঝতে হবে।

আরও পড়ুন: গোতাবায়ার আনুষ্ঠানিক পদত্যাগ সম্পন্ন, নতুন রাষ্ট্রপতি ৭ দিনের মধ্যে

জেডআই/

Exit mobile version