Site icon Jamuna Television

চরফ্যাশনে রহস্যময় জাহাজের সন্ধান

বরিশাল ব্যুরো:

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর চরনিজাম এলাকার সাগর মোহনায় পন্টুনের মতো দেখতে বিশাল আকারের একটি নৌযান আটকা পড়েছে। নৌযানটিতে বিপুল পরিমান পাথর, পাথর ভাঙার মেশিন, একটি ভেকু থাকলেও কোনো জনমানব নেই। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে স্থানীদের মাঝে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানান, নৌযানটির গায়ে ‘আলকুবতান’ লেখা রয়েছে। এটি সংযুক্ত আবর আমিরাতের শারজাহ শহরে অবস্থিত একটি কোম্পানীর।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে সাগর থেকে নৌযানটি ভাসতে ভাসতে চর নিজামের কাছে চলে আসে। দুপুরে ভাটায় সময় নৌযানটি ডুবো চরে আটকে যায়। স্থানীয় উৎসুক জনতা নৌযানটিতে অবস্থান নিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ড। স্থানীয় প্রশাসনের ধারণা, পন্টুনটি কোনো উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছিল। বৈরি আবহাওয়ার কারণে সেটি ভাসতে ভাসতে ভোলার সাগর মোহনায় পৌঁছেছে। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

/এনএএস

Exit mobile version