Site icon Jamuna Television

কোহলিকে ‘সমর্থন’ করে বাবরের টুইট, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর হয়ে যাচ্ছে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। পাচ্ছেন না রানের দেখা। অফফর্মের কারণে ক্যারিয়ারে দুর্দিন পার করছেন তিনি। আর এমন সময়ে তার পাশে দাঁড়ালেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

কোহলির পক্ষ নিয়ে এক টুইট বার্তায় বাবর লেখেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন।’ এ সময় দু’জনের একটি ছবিও পোস্ট করেন তিনি। হ্যাশট্যাগে দেন কোহলির নাম।

বাবরের এই টুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেট পাড়ায়। প্রায় ১ লাখ লাইকের সঙ্গে রিটুইট করা হয়েছে প্রায় ১৬ হাজারের মতো। ফর্ম হারিয়ে অনেকটাই দিশেহারা অবস্থা ভিরাট কোহলির। চলতি ইংল্যান্ড সফরেও ব্যাট হাসেনি তার। তবে দ্রুতই নিজের খারাপ সময় পার করবে কোহলি, এমন প্রত্যাশা তার ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবার।

আরও পড়ুন: ফেনারবাচে অধ্যায় শেষ, নতুন তুর্কিয়ে ক্লাবে ‘বিতর্কিত’ ওজিল

জেডআই/

Exit mobile version