Site icon Jamuna Television

ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ

আজ শুক্রবারও সড়ক ও রেলপথে ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। বাসে বিড়ম্বনা না থাকলেও বেশির ভাগ ট্রেন ১ থেকে ৩ ঘণ্টা বিলম্বে ঢাকায় আসছে। কিছুটা ভোগান্তির পরও প্রিয়জনের সাথে কাটানো ঈদ আনন্দ নিয়ে কর্মস্থলে ফিরতে পেরে খুশি নগরবাসী।

এদিকে, ঈদ পরবর্তী ছুটিতে যারা ট্রেনে করে ঢাকা থেকে যাচ্ছেন তাদের অনেককেই বেশ সময় অপেক্ষা করতে হয়। চট্টগ্রাম রেলস্টেশনেও কিছু ট্রেন বিলম্বে পৌঁছার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

এছাড়া সড়ক পথে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ভোগান্তি ছিল না। নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছান যাত্রীরা। পদ্মা সেতু দিয়ে যারা ঢাকায় এসেছেন তাদেরও কোনো ভোগান্তি হয়নি। সবমিলে ঈদ শেষে ঢাকা ফেরা অনেকটা স্বস্তির বলছেন যাত্রীরা।

/এমএন

Exit mobile version