Site icon Jamuna Television

ভারীবর্ষণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৯, আরও বৃষ্টিপাতের পূর্বাভাস

ছবি: সংগৃহীত।

টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৫ জুলাই) ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। এখনও নিখোঁজ ৩ জন। নিরাপদ স্থানে সরানো হয়েছে সাত হাজার ৯৬৩ জনকে। মারা গেছে ১৮১টি গবাদি পশুও। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বিষয়টি নিশ্চিত করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভুক্তভোগীদের সহায়তায় মোট ১৪টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং মহারাষ্ট্রের ছয়টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনে মহারাষ্ট্রে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

এরই মধ্যে পালঘর, পুনে, সাতারায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে মুম্বাই, ঠাণে, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, নাসিক, কোলাপুর, অমরাবতী, নাগপুর, ওয়ার্ধা, গড়চিরোলিতে।

এসজেড/

Exit mobile version