Site icon Jamuna Television

খোলপেটুয়ার বাঁধ ভেঙে ভেসে গেছে সাতক্ষীরার ৫ গ্রাম

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে প্রবল জোয়ারে পশ্চিম দুর্গাবাটি এলাকায় বেড়িবাঁধের প্রায় ১শ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাতের দিকে বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। পানিতে ভেসে যায় শতশত মাছের ঘের। বাঁধ দ্রুত সংস্কার করা না গেলে আরও ৬টি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থানীয়দের সহযোগিতায় বাঁধটি সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।

/এডব্লিউ

Exit mobile version