Site icon Jamuna Television

মহারাষ্ট্রে নিজ কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ছবি: প্রতীকী

ভারতের মহারাষ্ট্রে ১০ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্দি শহরে এমন ঘটনা ঘটেছে বলে শুক্রবার (১৫ জুলাই) জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

ভিওয়ান্দি টাউন থানার সিনিয়র ইন্সপেক্টর সি আর কাকদে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। পরে ৩৪ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তিকে গেফতার করে পুলিশ। অভিযুক্ত প্রথমে শিশুটিকে ধর্ষণ করে ও পরে কাপড়ের টুকরো দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মৃত ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আইপিসির ধারা ৩৭৬ (ধর্ষণ), ৩০২ (খুন) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: দেশত্যাগ করতে পারবেন না গোতাবায়ার দুই ভাই মাহিন্দা ও বাসিল

জেডআই/

Exit mobile version