Site icon Jamuna Television

নাসার সাথে চুক্তি সইয়ের পরই রুশ মহাকাশ গবেষণা প্রধানকে সরিয়ে দিলেন পুতিন

রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র প্রধান দিমিত্রি রগোজিনকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৫ জুন) এ নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি জানান, রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র (রসকোমস)’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। খবর রয়টার্সের।

এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এ সমন্বিত ফ্লাইট এবং ক্রুদের বিষয়ে নাসার সাথে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছিল রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র। যদিও এ রদবদলের বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।

৬৫ বছর বয়সী নবনিযুক্ত প্রধান ইউরি বোরিসভের সামরিক সংশ্লিষ্টতা রয়েছে। তিনি ১৯৯০ সালের শেষের দিকে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত ছিলেন। তিনি মূলত অস্ত্র ও সরঞ্জাম উৎপাদনসহ সামরিক ও মহাকাশ বিষয়ক তত্ত্বাবধান করেন।

এটিএম/

Exit mobile version