Site icon Jamuna Television

তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপ

তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপ। স্মরণকালের ভয়াবহ তাপমাত্রার কারণে ব্রিটেনে জারি করা হয়েছে জরুরি অবস্থা।খবর রয়টার্সের।

দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান, পার্কসহ বিভিন্ন পাবলিক প্লেস বন্ধের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। এদিকে তীব্র গরমে গেলো এক সপ্তাহে স্পেন আর পর্তুগালে প্রাণ গেছে তিন শতাধিক মানুষের। এরমধ্যে পর্তুগালে মৃত্যু হয়েছে ২৩৮ জনের।

স্পেনের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আগামী সপ্তাহেও তীব্র দাবদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। হিটস্ট্রোক ও পানিশূন্যতার মতো অসুস্থতা এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে চীনের সাংহাইতে দেড়শ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

/এমএন

Exit mobile version