Site icon Jamuna Television

ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-মেয়ের মৃত্যু

জব্দকৃত ট্রাক।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও তাদের এক মেয়ের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪২), জাহাঙ্গীরের স্ত্রী রত্না বেগম (৩২) ও তাদের মেয়ে সানজিদা (৬)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রত্না বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ে সানজিদাসহ রত্নাকে নিয়ে জাহাঙ্গীর একটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীর আল্টাসনোগ্রাফি করাতে গিয়েছিলেন। তখনই রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও মেয়ে তিনজনই মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে জানান ওসি মাইন উদ্দিন।

/এসএইচ

Exit mobile version