Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আখাউড়া প্রতিনিধি:

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশোর্ধ হবে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৬ জুলাই) সকালে আখাউড়া রেল সেকশনের মেরাসানী রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version