Site icon Jamuna Television

আবারও গম রফতানি শুরু করেছে ভারত

নিষেধাজ্ঞা শিথিল করে আবারও গম রফতানি শুরু করেছে ভারত। নিজেদের খাদ্য নিরাপত্তা বিবেচনায় গত ১৩ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার। তবে বাংলাদেশ ও প্রতিবেশি দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না এই নিষেধাজ্ঞা।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অনেক দেশের ‘অনুরোধ’ বিবেচনায়, আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ভারত। যেসব দেশ খাদ্যপণ্যের সংকটে রয়েছে, তাদের সমস্যা মোকাবেলার জন্য পাঠানো হচ্ছে গম। এই কারণে ভারতীয় বাজারে বাড়তে পারে গমের দাম।

রুশ আগ্রাসনের ফলে গম রফতানি বন্ধ করে দেয় বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। ফলে খাদ্যবাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল সম্প্রতি বলেছেন, গম রফতানি বাণিজ্যের অংশীদার হতে আগ্রহী নয় তার সরকার। তবে কোনও দেশের খাদ্য সংকটে গম সরবরাহ করতে প্রস্তুত ভারত। বিশ্বকে খাদ্যশস্যের জোগান দিতে এগিয়ে আসতে পারে ভারত, সম্প্রতি জার্মানি সফরে মোদির এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে তৎপর হলো তার সরকার।

/এমএন

Exit mobile version