Site icon Jamuna Television

নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্মহত্যা করে ডিবিসি’র প্রযোজক বারী: ডিবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আব্দুল বারী নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ। ডিবির তদন্ত শেষে এ কথা জানান তিনি।

শনিবার (১৬ জুলাই) সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মামলার তদন্ত করতে গিয়ে প্রাপ্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দোকান থেকে নিহত বারী নিজেই ছুরি কিনেছেন। তিনি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন। পরে গুলশানে গিয়ে আত্মহত্যা করেছেন। মানসিক অবসাদ থেকেই বারী আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

আব্দুল বারীর মরদেহ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আব্দুল আলীম। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগকে। লাশ উদ্ধারের এক মাস আট দিনের মাথায় এসব তথ্য জানালো গোয়েন্দা পুলিশ।

/এমএন

Exit mobile version