বুয়েট ছাত্র সানি হত্যা মামলায় ১৫ বন্ধু রিমান্ডে

|

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলায় তার ১৫ বন্ধুর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে নিহত সানির বড় ভাইয়ের দায়ের করা মামলায় ১৫ বন্ধুকে দোহার থানা পুলিশ গ্রেফতার করে শনিবার (১৬ জুলাই) আদালতে পাঠায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সানিসহ একদল যুবক একসঙ্গে পদ্মা নদীতে ঘুরতে যায়। সন্ধ্যার পর সানি নিখোঁজ হয়। রাতেই স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকালে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল।

এ ঘটনায় শুক্রবার বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে।

তারিকুজ্জামান সানি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র। তার বাড়ি রাজধানীর হাজারীবাগে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply