Site icon Jamuna Television

তুষারঝড়ের কবলে আর্জেন্টিনা-চিলি সীমান্তে আটকে পড়েছে কয়েক হাজার ট্রাক

ছবি: সংগৃহীত।

ভারী তুষারপাতে ও তুষারঝড়ের কবলে আর্জেন্টিনা-চিলি সীমান্তে আটকা পড়েছে প্রায় তিন হাজার ট্রাক। শুক্রবার (১৫ জুলাই) তীব্র তুষারঝড়ের কবলে পড়ে অঞ্চলটি। এতে প্রায় ২০০ মানুষ আটক পড়ে সীমান্তে। তাদের বেশিরভাগই পর্যটক এবং ট্রাক চালক। তাদের মধ্যে ১২০ জনকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এই আর্জেন্টিনা ভিত্তিক সংবাদমাধ্যম বুয়েনস এ্রইরেস টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে একটি পাহাড়ি ঢালে আটকা পড়েছে গাড়িগুলো। প্রায় ১ মিটার পুরু বরফের স্তর পড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তুষারপাত অব্যাহত থাকায় বন্ধ করে দেয়া হয়েছে আর্জেন্টিনা-চিলি সংযোগকারী সড়ক।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটিতে এখন মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত সপ্তাহেও তুষারঝড়ে চিলির মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় বরফের নিচে আটকা পড়েছিল প্রায় আড়াইশ গাড়ি।

এসজেড/

Exit mobile version