Site icon Jamuna Television

ধর্ষণের শিকার ব্যক্তির চরিত্র নিয়ে প্রশ্ন করার আইন সংশোধন করা হচ্ছে

প্রতীকী ছবি।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ধর্ষণের শিকার ব্যক্তির চরিত্র নিয়ে প্রশ্ন করার আইন সংশোধন করা হচ্ছে। যদি প্রশ্ন করতে হয়, তাহলে আদালতের অনুমতি প্রয়োজন হবে।

রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা জি আই জেড আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য কারও দরজায় যাবে না বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আর কোনও সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আনিসুল হক আরও বলেন, আগামী নির্বাচনের সময় যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version