Site icon Jamuna Television

মেঘনা নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে হিমেল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার জজ মিয়ার ছেলে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. নুরুজ্জামান জানান, দু’দিন আগে খালার বাড়িতে বেড়াতে আসেন হিমেল। শনিবার দুপুরে তার খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় সে নদীর পানিতে তলিয়ে যায়।

এ সময় তার সাথে থাকা ভাইসহ অন্যান্য চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন পানিতে খোঁজাখুঁজি করে হিমেলকে উদ্ধার করে। এরপর তাকে আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসজেড/

Exit mobile version