সিরাজগঞ্জে শিক্ষককে মারধরের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের

|

স্থানীয়দের বিক্ষোভ।

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট আব্দুল খালেককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৬ জুলাই) সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। এ নিয়ে দায়ের করা মামলায় এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে কৈজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারপিট করে গুরুতর আহত করা হয়। গত নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার জেরেই এ হামলা বলে দাবি করেন সাইফুল ইসলাম।

এদিকে, খোকন মাস্টার চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার নেতৃত্বে তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা-মারপিট ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল মজিদ জানান, এ্যাডভোকেট আব্দুল খালেকের উপর হামলার বিষয়ে আমরা অবগত হয়েছি। তার ছেলে সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply