নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
দীর্ঘ দিন ধরে অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহের কারণে চরম অস্বস্তিতে মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই প্রকৃতি চরমভাবাপন্ন হয়ে উঠছে। ভরা মৌসুমে বৃষ্টি না থাকায় ধানের চারা চারা রোপন ব্যাহত হচ্ছে নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এর ফলে চরম সংকটে পড়েছেন কৃষক। আর তাই বৃষ্টি কামনা করে নফল নামাজ আদায় করেছেন নওগাঁর কৃষকরা।
শনিবার (১৬ জুলাই) নওগাঁর সাপাহারে প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় গোয়ালা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। শতাধিক মুসল্লি বিশেষ জামাতে অংশ নিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বৃষ্টি কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন কদমডাঙ্গা ইসলামিয়াহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদ্রাসার সহকারী অধ্যক্ষ শায়ক হাফেজ সানাউল্লাহ আল মাদানী।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, আষাঢ় শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নেই। তাই বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করা হয়েছে।
/এডব্লিউ

