Site icon Jamuna Television

ফেসবুক পোস্টের জেরে হামলা, ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করলেন মাশরাফী

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার মন্দির ও হিন্দু পরিবারের কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় এমপি মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৬ জুলাই) বিকেলে মাশরাফি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা দেন। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর পোস্টদাতার বাবার দোকানে হামলা হয়। এসময় বন্ধ করে দেয়া হয় বাজারের অন্যান্য দোকানপাটও। বিকেলের দিকে পোস্টদাতার বাড়িতে অগ্নি সংযোগ ও আশপাশের কয়েকটি বাড়িতে ভাঙচুর হয়। একপর্যায়ে হামলা চালানো হয় স্থানীয় মন্দিরে। এসময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই মুহূর্তে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে। তারা সেখানে শৃঙ্খলারক্ষার জন্য সার্বক্ষণিক নজরদারি করছে।

/এডব্লিউ

Exit mobile version