Site icon Jamuna Television

মাগুরায় পুলিশি নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ, এসআই আটক

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় পুলিশের নির্যাতনে আব্দুস সালাম নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশের এসআই জালাল উদ্দিনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে প্রত্যাহার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার মো. জাহিরুল ইসলাম জানান, শনিবার (১৬ জুলাই) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা বাসস্ট্যান্ডে ঢাকাগামী এক যাত্রীর সাথে মটর শ্রমিক আব্দুস সালামের কথাকাটাকাটি হয়। ওই যাত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে শ্রীপুর থানাধীন নাকোল ক্যাম্পের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত আব্দুস সালামসহ অভিযোগকারীকে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। সেখানে সালাম অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) কলিমুল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে গিয়েই আব্দুস সালামের বুকে সজোরে লাথি ও চড় মারতে মারতে ক্যাম্পে নিয়ে যান। পুলিশের নির্যাতনেই আব্দুস সালামের মৃত্যু হয় বলে অভিযোগ তাদের। আব্দুস সালামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যায় এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদার মোড়ে টায়ার জ্বালিয়ে অবোরোধ করে। পরে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

/এডব্লিউ

Exit mobile version