Site icon Jamuna Television

তাইজুল ফেরায় ফেরা হলো না উইন্ডিজের; ১৭৮ রানেই অলআউট

তাইজুলের ফেরার দিনে দিশেহারা উইন্ডিজ।

টেস্ট ও টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর ওয়ানডেতে পথহারা উইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডেতেও আর পথ খুঁজে পেলো না। তাইজুলের ঘূর্ণিজাদু, সাথে মোস্তাফিজ, নাসুম, মোসাদ্দেকদের কার্যকর বোলিংয়ে ১৭৮ রানেই গুটিয়ে গেছে তারা। এখন ধবল ধোলাইয়ের অপেক্ষায় তামিম বাহিনী।

প্রোভিডেন্সে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান তামিম। ম্যাচের তৃতীয় ওভারেই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন শরিফুলের বদলে দলে সুযোগ পাওয়া তাইজুল। নিজের প্রথম বলেই ব্রেন্ড কিংয়ের উইকেট ভাঙেন। পরের ওভারে তুলে নেন ওপর ওপেনার সাই হোপকেও। এরপর ম্যাচের সপ্তম ওভারে ১৬ রানের মাথায় শামরাহ ব্রুকসকে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর কার্টিকে নিয়ে অধিনায়ক নিকোলাস পুরান জেঁকে বসলেও দলীয় ৮৩ রানের মাথায় জুটি ভাঙেন নাসুম।

। দলীয় ১১৭ রানের সময় রোভম্যান পাওয়েলকে ১৮ রানে ফেরান তাইজুল। ১২৫ রানের সময় তাইজুলের বলেই ৬ রান করে আউট হন কিমো পল। অন্যরা যখন যাওয়া-আসার মিছিলে তখন ক্রিজ আঁকড়ে থাকেন পুরান। সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাত্র ১ রান করে মোসাদ্দেকের বলে আউট হন আকিল হোসেন। দলীয় ১৫০ রানের মাথায় পুরানকে বোল্ড করে ষোলো কলা পূর্ণ করেন তাইজুল। ২৮ মাস পর ওয়ানডেতে প্রত্যাবর্তন করে মাত্র ২৮ রান দিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পান। ১৫৩ রানের সময় নবম ব্যাটসম্যান হিসেবে গুদাকেস মোতি আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে রোমারিও নাসুমের বলে ১৯ রানে আউট হওয়ার আগে শেষ উইকেটে ২৫ রানের প্রতিরোধ গড়েন। তাতে কতটা শেষ রক্ষা হবে তা সময়ই বলে দেবে। আপাতত ম্যাচ তামিম বাহিনীর দিকে যে হেলে গেছে তাতে কোনো সন্দেহ নেই।

Exit mobile version