
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেই ফোনালাপ তুলে দেন সংবাদকর্মীদের হাতে।
যে কলেজ অধ্যক্ষ রাজশাহী ১ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর হাতে মার খাওয়ার কথা অস্বীকার করেছিলেন, এবার ফাঁস হয়েছে তার একটি ফোনালাপ। ফাঁস হওয়া ফোনালাপে এমপি ফারুক তাকে কীভাবে পিটিয়েছেন তার বিস্তারিত বিবরণ দিতে শোনা যায়। জেলা আওয়ামী লীগের সাবেক একজন সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে সেই ফোনালাপ তুলে দেন সংবাদকর্মীদের হাতে।
দুদিন আগেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে পেটানোর অভিযোগ অস্বীকার করা। তার পাশে বসিয়েছিলেন সেই গোদাগাড়ীর রাজাবাড়ী কলেজের অধ্যক্ষ সেলীম রেজাকে। তিনিও সেদিন বলেছেন, এমপি তাকে মারেননি। সংবাদ সম্মেলনে সেদিন সংসদ সদস্য ফারুক চৌধুরী দাবি করেছিলেন, তার ভাবমূর্তি নষ্ট করতে রাজনৈতিক প্রতিপক্ষ এসব ছড়াচ্ছে।
তবে এবার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাল্টা এক সংবাদ সম্মেলন ডেকে সেই অধ্যক্ষের একটি ফোনালাপ তুলে দেন সাংবাদিকদের হাতে, যেখানে তাকে এমপি ফারুকের বিরুদ্ধে পেটানোর অভিযোগ করতে শোনা যায়। ১৬ জুলাই সকালের ওই সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন, এমপি ফারুক এর আগেও আরও অনেককে লাঞ্ছিত করেছেন। এসময় তিনি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ১৩টি ভিন্ন ভিন্ন অভিযোগও তোলেন।
/এডব্লিউ



Leave a reply