Site icon Jamuna Television

বিজিবির অভিযানে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১২টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৬ জুলাই) ভোরে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তের পুট্টারঝিরি নামক এলাকায় পাহাড়ের অভ্যন্তরে চোরাকারবারি চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এসময় পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্ববর্তী আস্তানা থেকে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় অস্ত্রশস্ত্র, মদ, সিগারেট এবং ৪টি বস্তা উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র সরঞ্জামগুলো সীমান্ত অঞ্চলে চোরাচালানে জড়িত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র আদান-প্রদান ও ব্যবহারের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version