Site icon Jamuna Television

আফ্রিদির খোঁচার পর বাবরের সেই টুইটের প্রত্যুত্তর দিলেন কোহলি

ছবি: সংগৃহীত

২০১৯ সালের পর থেকেই সেঞ্চুরি নেই ভারতীয় ব্যাটার ভিরাট কোহলির ব্যাটে। সর্বশেষ ৭ ওয়ানডে ইনিংসে ১৫৮ রান করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। কোহলির এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়ে টুইট করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যদিও এখনও সেই টুইটের কোনো প্রত্ত্যুত্তর কোহলির পক্ষ থেকে আসেনি। বিষয়টি মনঃপুত না হওয়ায় আফ্রিদি জানিয়েছিলেন এতক্ষণে টুইটের প্রত্যুত্তর দেয়া উচিত ছিল কোহলির।

কোহলির পক্ষ নিয়ে এক টুইট বার্তায় বাবর লিখেছিলেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন।’ এ সময় দু’জনের একটি ছবিও পোস্ট করেন তিনি। হ্যাশট্যাগে দেন কোহলির নাম। বাবরের এই টুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেট পাড়ায়। যার রিপ্লাইয়ে কোহলি লিখেছেন, ‘ধন্যবাদ। ভালো করার ধারা অব্যাহত রাখো। তোমার জন্য শুভকামনা।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন: জল্পনা সরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

বাবরের টুইটের প্রতিক্রিয়ার প্রশংসা করে আফ্রিদি বলেছিলেন, বাবর দারুণ একটি বার্তা দিয়েছেন। ওপাশ থেকে কোনো সাড়া এসেছে কিনা জানি না। আমার মনে হয় ভিরাটের এতক্ষণে জবাব দেয়া উচিত ছিল।

জেডআই/

Exit mobile version