
ছবি: সংগৃহীত
চলমান রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যেই আকস্মিক ইউক্রেন সফর করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। শনিবার (১৬ জুলাই) এ খবর প্রকাশ করে রুশ মন্ত্রণালয়। যুদ্ধে রাশিয়ান সৈন্যদের অগ্রগতি পর্যালোচনা করতে শোইগুর সাথে ‘দক্ষিণ’ এবং ‘কেন্দ্র’র সেনা কমান্ডিং অফিসাররা ছিলেন। সফরের সময় হামলা জোরদার করতে নির্দেশ দেন শোইগু। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।
এদিকে, মুহুর্মুহু হামলা চলছে খারকিভে। অঞ্চলটির দুই শহরে অন্তত ছয়জন নিহত হয়। বিধ্বস্ত হয় প্রশাসনিক দফতর, আবাসিক ভবন ও স্কুল। নিপ্রো শহরের একটি কারখানায় রুশ হামলায় মৃত্যু হয় তিনজনের। বিধ্বস্ত হয় আশপাশের রাস্তাঘাট।
মস্কোর দাবি, মিসাইল তৈরি হতো কারখানাটিতে। ভিনিৎসিয়ায় রকেট ছোঁড়া হয় একটি মেডিকেল সেন্টারে হামলা। ওডেসায় একটি বাণিজ্যিক ভবনে রকেট হামলার পর আগুন ধরে যায়।
আরও পড়ুন: জার্মানিতে তেলের বদলে বিয়ার, রুশ-ইউক্রেন যুদ্ধ ফিরিয়ে আনলো পুরোনো রীতি!
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলার ৭০ শতাংশই আবাসিক এলাকায় চালায় রুশ সেনারা। বাকি ৩০ ভাগ হয় সামরিক স্থাপনায়। দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমনের দাবি ইউক্রেনীয় বাহিনীর। কিছু এলাকা পুনরুদ্ধারের কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেডআই/



Leave a reply