২০০ কোটি করোনা টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ভারত

|

২০০ কোটি করোনা টিকা প্রদানের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ভারত। শনিবার (১৬ জুলাই) পর্যন্ত ১৯৯ কোটি ৯৭ লাখ মানুষকে দেয়া হয়েছে ভ্যাকসিন। খবর ফাইনান্সিয়াল এক্সপ্রেসের।

এদিন দেশটির ২৫ লাখ মানুষ পেয়েছে করোনা টিকা। ভারতে করোনা টিকা কর্মসূচি শুরু হয় গেল বছর ১৬ জানুয়ারি। ১৮ মাসের মাথায় ২০০ কোটি ডোজের লক্ষ্য পূরণ করতে যাচ্ছে দেশটি। এ পর্যন্ত দেশটির ৯০ শতাংশের বেশি মানুষ পেয়েছে টিকার দুই ডোজ। ১২ থেকে ১৪ বছর বয়সী ৩ কোটি ৭৯ লাখের বেশি শিশু পেয়েছে টিকার প্রথম ডোজ। ৭১ শতাংশের বেশি টিকা দেয়া হয়েছে প্রত্যন্ত এলাকাগুলোতে।

গত বছর ২১ অক্টোবর ১০০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক ছুঁয়েছিলো ভারত। কোভিড ভ্যাকসিনেশনে ভারতের সামনে আছে একমাত্র চীন। এ পর্যন্ত ৩৪০ কোটি ডোজ টিকা দেয়ার দাবি দেশটির।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply