Site icon Jamuna Television

আরও ৬১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো ইরান

ইরানি ভিন্নমতাবলম্বী গোষ্ঠীকে সমর্থন দেয়ার জন্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ আরও ৬১ আমেরিকানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। শনিবার (১৬ জুলাই) তেহরান এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। খবর রয়টার্সের।

নির্বাসিত ভিন্নমতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন-ই-খালকের (এমইকে) পক্ষে সমর্থন জানানোর জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয় বলে জানা গেছে।

কালো তালিকাভুক্ত অন্যান্য মার্কিন নাগরিকদের মধ্যে রয়েছেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিউলিয়ানি এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন।

এর আগেও বিভিন্ন কারণে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তেহরান। গেল জানুয়ারিতে ৫১ এবং এপ্রিলে ২৪ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান।

এটিএম/

Exit mobile version