Site icon Jamuna Television

ব্যবসায়ীর মৃত্যুতে বন্ধ আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম

আখাউড়া প্রতিনিধি:

আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্যবসায়ী আলহাজ্ব খোকন খানের মৃত্যুর কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট এবং কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রোববার (১৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া ও আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, অসুস্থজনিত কারণে শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মার্চ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং আখাউড়া পৌরশহরের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খোকন খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ীরা শোকাহত। ব্যবসায়ী খোকনের প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ রোববার সকাল থেকে দিনব্যাপী বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি না করার সিদ্ধান্ত নিয়ে আগেই ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য ফের শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেনডেন্ট আনিসুর রহমান ভূঁইয়া যমুনা নিউজকে বলেন, ব্যবসায়ীর মৃত্যুতে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সব ধরনের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এটিএম/

Exit mobile version