সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারতের হায়দ্রাবাদ আসছিল ইন্ডিগো পরিবহনের একটি বিমান। কিন্তু মাঝ আকাশে হঠাৎ দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। তাই, হায়দ্রাবাদের বদলে বিমানটির জরুরি অবতরণ করানো হয় পাকিস্তানের করাচিতে। রোববার (১৭ জুলাই) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এয়ারলাইনসটি একটি বিবৃতিতে বলেছে, শারজাহ থেকে হায়দ্রাবাদে আসার পথে ‘ইন্ডিগো ফ্লাইট ৬ই-১৪০৬, এর পাইলট হঠাৎই বিমানে একটি ত্রুটি দেখতে পান। পরে পূর্ব সতর্কতা হিসেবে বিমানটি করাচির দিকে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের উদ্ধারে নতুন একটি বিমান ভারত থেকে করাচিতে পাঠানো হচ্ছে।
গত দুই সপ্তাহের মধ্যে করাচিতেই দুইবার এমন বিমান অবতরণের ঘটনা ঘটলো। এই মাসের শুরুর দিকে ককপিটে জ্বালানি নির্দেশক আলোর ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে করাচি শহরে অবতরণ করানো হয়েছিল।
আরও পড়ুন: গ্রিসে বিধ্বস্ত ইউক্রেনের বিশাল কার্গো বিমান
জেডআই/

